দারিদ্র্য বিমোচন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ৫ কোটি মানুষকে প্রতি মাসে ভাতা প্রদান করছে সরকার। এতে সরকারের ব্যয় হচ্ছে বছরে ৫৭ হাজার ২২৩ কোটি টাকা। বর্তমানে সামাজিক সুরক্ষা কার্যক্রমের ২৫টি নগদ সহায়তা কর্মসূচির মধ্যে ২২টির অর্থ সরকার থেকে ব্যক্তি (জিটুপি) পদ্ধতিতে দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভাগ নানা কর্মসূচির মাধ্যমে এসব ভাতা ও খাদ্য সহায়তা দিচ্ছে।
সরকারি তথ্যমতে, বর্তমানে ৫৭ লাখ ১ হাজার বয়স্ক মানুষ প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছর থেকে বয়স্ক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করা হচ্ছে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে ১ লাখ। বর্তমানে ২৪ লাখ ৭৫ হাজার বিধবা ও নির্যাতিতা নারীও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক ৫০০ টাকা সরকারি ভাতা পাচ্ছেন। ২০২৩-২৪ অর্থবছর থেকে ভাতার পরিমাণ ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা করা হচ্ছে এবং উপকারভোগীর সংখ্যা বাড়ছে ১ লাখ। ২৩ লাখ ৬৫ হাজার শারীরিক প্রতিবন্ধী প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। ৫ লাখ ৩৫ হাজার বাড়িয়ে আগামী অর্থবছর থেকে ভাতা পাবেন ২৯ লাখ প্রতিবন্ধী বিস্তারিত