জনসম্পৃক্ততা বাড়িয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজপথের বিরোধী দল বিএনপি। এ জন্য পবিত্র ঈদুল আজহায় সব নেতাকে নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। ইতোমধ্যে অনেকেই এলাকায় অবস্থান করছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নেতাদের দ্রুত ঢাকায় ফেরার নির্দেশও দিয়েছে হাইকমান্ড। আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম থেকেই সমমনাদের নিয়ে আন্দোলনে নামতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এর আগে রাজধানীতে জুলাই মাসে বড় ধরনের সমাবেশ বা গণজমায়েত করা হবে। জেলা পর্যায়েও থাকবে পদযাত্রাসহ নানা কর্মসূচি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১০ দফার ভিত্তিতে বিএনপি গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন করে আসছে। সে ১০ দফার আলোকে সরকারের বিদায়ের লক্ষ্যে একদফা ঠিক করা হচ্ছে। একদফার বিষয়ে শরিকদের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে খুব সহসা ঘোষণা দেওয়া সম্ভব হবে।বিস্তারিত