আইএমএফ চায় আর্থিক নীতিতে সরাসরি প্রভাব ঢাকায় দিনভর ব্যস্ত প্রতিনিধি দল

আইএমএফ চায় আর্থিক নীতিতে সরাসরি প্রভাব ঢাকায় দিনভর ব্যস্ত প্রতিনিধি দল

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশের আর্থিক খাতে আরও সংস্কার চায়। সরকারের আর্থিক নীতি ও বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে সরাসরি প্রভাব ফেলতে চায় আইএমএফ। সংস্থাটি মনে করে, মূল্যস্ফীতি কমাতে হলে রেপোর সুদহার বাড়াতে হবে (বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বাংলাদেশ ব্যাংক সুদের বিনিময়ে যে টাকা ধার দেয় সেটাকে রেপো বলে)। রেপোর সুদ বাড়িয়ে দিলে মার্কেটে টাকার প্রবাহ কমে আসবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে আইএমএফ। বর্তমানে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৬ দশমিক ৬ শতাংশ সুদে টাকা ধার দেয়, যা রেপো রেট হিসেবে পরিচিত।

গতকাল ঢাকা সফরের প্রথম দিনে বাংলাদেশ ব্যাংক ও অর্থবিভাগের কর্মকর্তাদের সঙ্গে টানা বৈঠক ও এক কর্মশালায় এসব বিষয়ে তাদের মতামত তুলে ধরেছে আইএমএফ। অবশ্য অর্থবিভাগের অনেক কর্মকর্তাই তাদের এমন মতামতে বিস্ময় প্রকাশ করেছেন। এটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ আর্থিক নীতিতে হস্তক্ষেপের শামিল বলে তারা মনে করেন। অর্থবিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য জাতীয়