আগস্টে ভয়ংকর হবে ডেঙ্গু

আগস্টে ভয়ংকর হবে ডেঙ্গু

এডিস মশার লার্ভার বংশবিস্তারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ২০১৯ সালে তান্ডব চালিয়েছিল ডেঙ্গু। এ বছর সে তুলনায় লার্ভার ঘনত্ব ও প্রজননস্থল বেশি। উচ্চঝুঁকিতে রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৫টি ওয়ার্ড। শুধুু ঢাকা নয়, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গুজ্বরের রোগী। তাই এখনই ব্যবস্থা না নিলে আগস্টে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাকবর্ষা জরিপে লার্ভা বেশি পাওয়ার অর্থ সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। এখন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী বাড়তে থাকবে। এ পরিস্থিতি আগস্ট পর্যন্ত চলবে। শুধু ঢাকা নয়, সারা দেশেই আক্রান্ত বাড়বে। এর মধ্যে চট্টগ্রাম, গাজীপুর, পটুয়াখালী, বরিশালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকবে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এখন হটস্পট ম্যানেজমেন্টে জোর দিতে হবে। হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর ঠিকানা নিয়ে হটস্পট শনাক্ত করতে হবে। এরপর ওই জায়গায় ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে উড়ন্ত মশা নিধন করতে হবে। যেসব জায়গায় রোগী নেই, সেখানে লার্ভা শনাক্ত ও ধ্বংস করতে হবে। এ কাজে জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে হবে।’বিস্তারিত

জাতীয় স্বাস্থ্য