কোনো ব্যক্তির তথ্য ফাঁসে দিয়ে সাইবার অপরাধ সংঘটিত করা সম্ভব তথ্য ফাঁসে ভয়াবহ ঝুঁকি

কোনো ব্যক্তির তথ্য ফাঁসে দিয়ে সাইবার অপরাধ সংঘটিত করা সম্ভব তথ্য ফাঁসে ভয়াবহ ঝুঁকি

সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নাগরিক তথ্য ফাঁস হওয়ার প্রেক্ষাপটে ভয়াবহ ঝুঁকির শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় বা অন্যের হাতে চলে যাওয়ায় জনমনেও দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় সামাজিক ও আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে পারেন নাগরিকরা। অন্যদিকে সরকারি সাইট থেকে নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টি জানাজানির পর নড়েচড়ে বসতে শুরু করেছেন সরকারের সংশ্লিষ্টরাও। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুুজ্জামান খান কামাল এ ঘটনায় তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ ছাড়া আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও সরকারি একটি প্রতিষ্ঠানের অবহেলা ও দুর্বলতাকে ইঙ্গিত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। যদিও নাগরিকদের এসব ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভারে সংরক্ষিত থাকে বলে জানা গেছে।

মূলত সেখান থেকে ১৭১টি প্রতিষ্ঠান সেবা নিয়ে থাকে। ইসি বলছে, নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার থেকে কোনো তথ্য কোথাও যায়নি। তারপরও পার্টনারদের সাইট অডিট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) একেএম হুমায়ুন কবীর। এ ছাড়া কোথা থেকে কে এসব তথ্য ফাঁস করা হয়েছে সেটিও শনাক্ত করতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানিয়েছেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের লাখ লাখ নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। আর এই খবরের পরেই নড়েচড়ে উঠেছে সরকার ও দেশের নাগরিকরা। সবার মধ্যে সাইবার নিরাপত্তা শঙ্কা বিরাজ করছে। এ পরিস্থিতিতে ব্যক্তিগত তথ্য ফাঁসের কারণে নাগরিকরা কতটা ঝুঁকিতে পড়তে পারেন এমন প্রসঙ্গে বেশ কয়েকজন সাইবার বিশেষজ্ঞের সঙ্গে কথা হয় সময়ের আলোর।

জাতীয় তথ্য প্রুযুক্তি