ব্যক্তিগত তথ্য ফাঁস সরকারি ওয়েবসাইটটির ‘ন্যূনতম’ সুরক্ষা ছিল না

ব্যক্তিগত তথ্য ফাঁস সরকারি ওয়েবসাইটটির ‘ন্যূনতম’ সুরক্ষা ছিল না

সরকারের যে ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁস হয়েছে, সেটির ‘ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা’ ছিল না। ওয়েবসাইটে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যগুলো ছিল অরক্ষিত। সেখানে যে কেউ প্রবেশ করতে পারতেন।

প্রশ্ন উঠেছে, সরকারি সাইটগুলো কতটা নিরাপদ এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব কার।

ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস হওয়ার বিষয়টি গতকাল রোববার এক অনুষ্ঠানে জানান তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। তিনি বলেন, এখানে দায় এড়ানোর সুযোগ নেই।

অবশ্য ‘দায়’ যাঁদের, সেই সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথাই বলছেন না। আইসিটি বিভাগ সূত্র জানিয়েছে, ওয়েবসাইটটি পরিচালনাকারী কর্তৃপক্ষ তথ্য সুরক্ষিত করতে কাজ করছে। তারা ‘এপিআই—অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (অন্য কোনো সার্ভার বা অ্যাপ্লিকেশনের সঙ্গে যোগাযোগ)’ বন্ধ রেখেছে।

আরও পড়ুন

ফাঁস হয়েছে দেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য

ফাঁস হয়েছে দেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপোলোস এসব তথ্য ফাঁসের বিষয়গুলো দেখতে পান।বিস্তারিত

জাতীয় তথ্য প্রুযুক্তি