ভোটের আগে নতুন দল ► নিবন্ধন চূড়ান্ত হবে মধ্য জুলাইয়ে ► নিবন্ধনের আগেই জোট নিয়ে চলছে তৎপরতা

ভোটের আগে নতুন দল ► নিবন্ধন চূড়ান্ত হবে মধ্য জুলাইয়ে ► নিবন্ধনের আগেই জোট নিয়ে চলছে তৎপরতা

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আসছে নতুন রাজনৈতিক দল। চলতি মাসের মাঝামাঝি সময়ে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসির প্রাথমিক তালিকায় ১২টি দল থাকলেও চার-পাঁচটি দলের বিষয়ে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও সঠিক তথ্য যাচাইয়ের কাজ করছে ইসি। বাছাইয়ে উতরে গেলে শেষ ধাপে নিবন্ধন সার্টিফিকেট পাবে সংশ্লিষ্ট দল; যা গেজেট আকারে প্রকাশ হবে। বাছাইয়ে টিকে গেলেও গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট দলের বিষয়ে কারও আপত্তি আছে কিনা তাও যাচাই করতে হবে কমিশনকে।

নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশন এক বছরেরও বেশি সময় ধরে কাজ শুরু করলেও কর্মপরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত করতে পারেনি। তবে ভোটের অন্তত ছয় মাস আগে চলতি মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার কথা বলেছে ইসি। এদিকে নিবন্ধন পাওয়ার আগেই দলগুলো বিভিন্ন জোটে যাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে নতুন দলগুলো বিভিন্ন দলের সঙ্গে আলোচনাও করছে।

২০২২ সালের মে মাসে নতুন দলের নিবন্ধন আবেদন চায় ইসি। তিন মাসের সময় দিলেও তাতে সাড়া না পেয়ে অক্টোবর পর্যন্ত সময় বাড়ায়। নভেম্বরে প্রাথমিক পর্যালোচনা শুরু করে এবং এপ্রিল মাসে মাঠ পর্যায়ে তদন্তে যায়। দুই মাস ধরে তদন্ত করেও কাজ শেষ করতে পারেনি। সেই সঙ্গে নিবন্ধিত দলগুলোরও শর্ত প্রতিপালন করছে কিনা তা যাচাইয়ের কথা ছিল ইসির। তাও করতে পারেনি কমিশন।

 

এবার নিবন্ধন পেতে শতাধিক দল আবেদন করে। প্রাথমিক বাছাই ও দলিলাদি পর্যালোচনার পর ৮১টি দলের আবেদন বাদ পড়ে। মাঠ পর্যায়ে তদন্তের জন্য রয়েছে ১২টি দল। এক ডজন দলের তদন্ত প্রতিবেদন শেষে জুনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া শেষ করতে আরও ১৫ দিনের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি।বিস্তারিত

জাতীয় রাজনীতি