বিএনপির সমাবেশের দিন আগামী বুধবার বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের সমাবেশ হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে। দলটির লক্ষ্য—ওই দিন এক লাখ মানুষের জমায়েত করা। এ জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে ৫০ হাজার করে মানুষ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।
কেন্দ্রীয় ও দুই মহানগর আওয়ামী লীগ সূত্র জানায়, গত ডিসেম্বর থেকে বিএনপির কর্মসূচির পাল্টা হিসেবে যত কর্মসূচি পালন করেছে তারা, এর সবগুলোই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আলাদা আলাদাভাবে পালন করেছে। এমনকি যুবলীগ ও ছাত্রলীগ নিজেদের মতো করে সভা-সমাবেশ করেছে। কিন্তু বুধবার দুই মহানগর যৌথভাবে সমাবেশ করবে। এ ছাড়া সহযোগী সংগঠনগুলোকেও এতে অংশ নিতে বলা হয়েছে।
নির্বাচন পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত তাদের আগে থেকেই ছিল। তিনি দাবি করেন, নির্বাচনের বছর দল বড় জমায়েত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাইবে, এটাই স্বাভাবিক। এর সঙ্গে পাল্টাপাল্টির কোনো সম্পর্ক নেই।বিস্তারিত