পটুয়াখালী প্রতিনিধি
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জন্য ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এমভি ‘সাগর কন্টা’ নামের আরও একটি মাদারভ্যাসেল এসেছে পায়রা বন্দরে এসেছে। আজ মঙ্গলবার সকালে জাহাজটি পটুয়াখালীর পায়রা বন্দরের আউটারে এসে পৌঁছায়। তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ।
বর্তমানে জাহাজটিকে আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হয়েছে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, ‘আজ সকালে এ জাহাজটিকে বন্দরের ইনার এ্যাংকরেজে নিয়ে আসা হবে। এখান থেকে প্রথমে লাইটারেজে কিছু কয়লা খালাসের পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে বাকি কয়লা আনলোড করা হবে।
আরও পড়ুন: কয়লা সংকটে বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র
১৯৯.৯৮ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।
এর আগে, প্রায় এক লাখ ৪৭ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ, এ্যাথেনা, জাডোর ও ওয়াই এম সুমিট নামের আরও চারটি জাহাজ বন্দরে আসে।