কমলো জ্বালানি তেলের মূল্য

কমলো জ্বালানি তেলের মূল্য

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের মূল্য। শুক্রবার (১৪ জুলাই) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর নিম্নমুখী হয়েছে ১ ডলার ৪৯ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেলের সরবরাহ মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৮৭ সেন্টে।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রডের দাম নিম্নগামী হয়েছে ১ ডলার ৪৭ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭৫ ডলার ৪২ সেন্টে।

এগেইন ক্যাপিটালের পার্টনার জন কিলডাফ বলেন, ‘মার্কিন ডলার ঘুরে দাঁড়িয়েছে। এ ছাড়া, চাহিদা উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে তেলের দাম কমেছে। তবে কিছুদিন দ্রুতগতিতে দর বৃদ্ধি পাওয়ায় জ্বালানি ব্যবসায়ীরা ভালো মুনাফা করেছেন।’

এদিকে, ইউএস ব্যাংক ওয়েলথ ম্যানেজমেন্টের বিনিয়োগ কৌশলবিদ রব হাঅর্থ বলেন, ‘আগামী সপ্তাহেই আবার তেলের দাম বাড়তে শুরু করবে। কারণ, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। উত্তোলন হ্রাস এবং সরবরাহ ব্যাহত হওয়ায় এ বাজার ঊর্ধ্বমুখী হতে পারে।’

আন্তর্জাতিক