বিএনপিকে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা থেকে বিরত থাকতে বলল ডিএমপি

বিএনপিকে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা থেকে বিরত থাকতে বলল ডিএমপি

বিএনপির আগামী ১৬ ও ১৭ জুলাই কর্মসূচিকে লক্ষ্য করে ঢাকা দক্ষিণ মহানগরে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার বিষয়টি আবেদনের উল্লেখ করেছিল ডিএমপিতে। সেই আবেদনের বিষয়ে ডিএমপি থেকে মাইকিং করার বিষয়টি বিরত থাকতে বলা হয়েছে বিএনপিকে।

 

গতকাল শনিবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে স্পেশাল এ্যাসিসট্যান্ট সৈয়দ মামুন মোস্তফা বিপিএম -এর স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো গেছে।

চিঠিতে জানানো হয়েছে, ১৫ জুলাই দাখিলকৃত আবেদন হতে দেখা যায় যে- আগামী ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার বিষয়টি উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ -এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

এমতাবস্থায়, ওই বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।

জাতীয় রাজনীতি