সংকট মধ্যস্থতাকারীর, আছে শর্তের জাল সংলাপ চায় আওয়ামী লীগ-বিএনপি দুই দল অনড় অবস্থান থেকে সরে এলে খুলতে পারে সংলাপের দরজা * উদ্যোগ নিতে হবে ক্ষমতাসীনদের

সংকট মধ্যস্থতাকারীর, আছে শর্তের জাল সংলাপ চায় আওয়ামী লীগ-বিএনপি দুই দল অনড় অবস্থান থেকে সরে এলে খুলতে পারে সংলাপের দরজা * উদ্যোগ নিতে হবে ক্ষমতাসীনদের

জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি। কিন্তু ভোট কোন সরকারের অধীনে হবে, তা এখনো সুরাহা হয়নি।

সংকট নিরসনে পর্দার ভেতরে ও বাইরে দেশি-বিদেশি নানা মহলের তাগিদ ও তৎপরতায় সংলাপের ক্ষেত্র ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, বড় দুই দল-আওয়ামী লীগ ও বিএনপির শর্তের বেড়াজালে তা আটকে আছে। সংলাপ আয়োজনে আস্থার অভাব রয়েছে মধ্যস্থতাকারী নিয়েও। আওয়ামী লীগ ও বিএনপি এই অনড় অবস্থান থেকে সরে এলে শিগগিরই খুলতে পারে সংলাপের দরজা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই। অনড় অবস্থান থেকে সরে এসে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে। তাদেরই সংলাপে বসার উদ্যোগ নিতে হবে।

শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির নেতারা নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন।

বৈঠক শেষে এ তথ্য জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি সাংবাদিকদের বলেন, সংলাপ ছাড়া সমাধান হবে না। আওয়ামী লীগ ও বিএনপি একদফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চায়। আর আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়। জাতীয় পার্টির একদফা হলো-আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে।বিস্তারিত

জাতীয় রাজনীতি