আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশশুরু হয়েছে। বুধবার তেজগাঁও সাতরাস্তার মোড়ে এ সমাবেশ শুরু হয়েছে। পরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে রাজধানীর মহাখালী পর্যন্ত গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মান্নান কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সমাবেশস্থলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট আফজাল হোসেন,ঢাকা ১৭ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। এছাড়া ঢাকা উত্তর আওয়ামী লীগের সকল থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে। ইতিমধ্যেই শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।এরই মধ্যে সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছে ক্ষমতাসীন দলটি। পাশাপাশি চারদিকে মাইক দেওয়া হয়েছে। মাইকে কর্মসূচির ঘোষণার পাশাপাশি মিছিল নিয়ে আসা শাখার নেতাকর্মীদের অভিবাদন জানানো হচ্ছে।

এদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাতরাস্তা থেকে মহাখালীর সড়কটিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত পুরো এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীতে ভরে গেছে। তবে আওয়ামী লীগের এই কর্মসূচি কেন্দ্র করে মহাখালী-মগবাজার সড়কে যানচলাচল সীমিত হয়ে গেছে। কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে যানচলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রাজনীতি