পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে গতকালও আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুর ও চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ এবং যানবাহন ভাঙচুর হয়েছে। এদিকে বিএনপি ও আওয়ামী লীগের মঙ্গলবারের পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে সংঘর্ষের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ও অজ্ঞাত মিলে কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। এর মধ্যে শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনে দুই পক্ষে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় ইটপাটকেলে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির বিভাগীয় সমাবেশে আসা চারটি বাস ভাঙচুর এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হুসাইন বিপুর গাড়িতে হামলা চালানো হয়। গতকাল দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অবস্থা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। জানা যায়, বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য বেলা ১১টা থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতা-কর্মীরা আসতে শুরু করেন।বিস্তারিত