মাঠ ছাড়বে না কেউ

মাঠ ছাড়বে না কেউ

নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি এখন মাঠে উত্তাপ ছড়াচ্ছে। বুধবার দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ উন্নয়ন, শান্তি সমাবেশ ও শোভাযাত্রা এবং বিএনপি তাদের পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে। ভিন্ন নামের এই কর্মসূচিতে দুই দল নির্বাচন পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ঘোষণা করেছে। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দুই রাজনৈতিক দলের কেউই আর মাঠ ছাড়বে না। পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েই মাঠে থাকবে তারা।
মাঠে থাকার প্রত্যয় নিয়ে বিএনপি দুদিনের পদযাত্রার কর্মসূচি শেষ করেই আজ বৃহস্পতিবার নয়া পল্টনে দলটির রাজনৈতিক কার্যালয়ের সামনে শোকর‌্যালি করার ঘোষণা দিয়েছে। দেশব্যাপী কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে নয়াপল্টনে এই শোকর‌্যালি করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায় অর্থাৎ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকবে।
আওয়ামী লীগ এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা না করলেও শেষ দিনের কেন্দ্রীয় নেতাদের বক্তৃতার আলোকে বোঝা যাচ্ছে, আওয়ামী লীগও দেশে শান্তির সপক্ষে সমাবেশ করে মাঠেই থাকবে। আওয়ামী লীগ অবশ্য আগে থেকেই মাঠে থাকার ঘোষণা দিয়ে রেখেছে। পরবর্তীতে এই দুই দলের পক্ষ থেকে আবারও নতুন কর্মসূচি আসবে বলে উভয় দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে। বরং আওয়ামী লীগ এক নয়, জোটগত কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ রাজপথের শক্তি আরও বৃদ্ধি করতে চায়। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে তাদের শরিক জোট ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। এই নির্বাচনে জোটগতভাবে নির্বাচনের পাশাপাশি মাঠে থাকার বিষয়টি নিয়েই বেশি আলোচনা হয়েছে

রাজনীতি