‘বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’

‘বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ নিয়ে বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা শুরু হয়ে গেছে। আর এই সুযোগে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১১টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব রাজনীতিতে আজ গভীর সংকট চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নানা রকম মোড় নিচ্ছে বিশ্বরাজনীতি।

তিনি বলেন, এখন এই অবস্থায় দেখছি বিশ্বে নেতৃত্ব স্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ। কিছু ইন্সিডেন্ট ঘটে, তবে সেটা কি তাদের দেশে ঘটে না। আমাদের এখানে কী হবে সেটা নিয়ে তাদের আগ্রহ বেশি।

কাদের বলেন, এখন জরুরি ভিত্তিতে মিটিং ডাকতে হবে। এখন হঠাৎ হঠাৎ কিছু চলে আসে সে অনুযায়ী সভা করতে হবে। নিয়মকানুন মেনে মিটিং করা।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বনানীর ঘটনা কে ঘটাল? আমরা কেন ঘটাবো। আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখি। আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ব্যাপারটা নিয়ে তোলপাড়।

তিনি বলেন, আমি গতকাল (২০ জুলাই) ব্রিটিশ হাইকমিশনারকে বললাম, তুমি এই শহরে কতদিন আছো? সে বললো তিন মাস। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতটি বিশৃঙ্খলা দেখেছো। আসলে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

কাদের বলেন, সবার সঙ্গে আলোচনা করলাম তারা কেউই বললো না, তত্ত্বাবধায়ক সরকার দরকার, সংসদ বিলুপ্ত করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তারা পদত্যাগ করতে বলে। তাহলে আলোচনাটা করবে কার সঙ্গে? তখন আর কিছু বলেনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমাদের নির্বাচন আমরা করবো, সংবিধান অনুযায়ী করবো। একদফা ঘোষণা করার পর থেকে সারাদেশে সহিংসতা শুরু হয়েছে। কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, খুলনায় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে আজাদ শেখকে হত্যা করলো বিএনপি। হত্যা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আর বিএনপি চিরাচরিতভাবে মিথ্যাচার করছে।

দুই দিনের কর্মসূচি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ তারিখ আমরা তৃণমূল পর্যায়ে বৈঠক করবো গণভবনে। আর রংপুরে ২ তারিখে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাজনীতি