নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. রমজান আলী (২২), মো. সিফাত (১২) ও মোহাম্মদ আলম (৩৫)। তাদের সবার বাড়ি কুমিল্লায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সুমন নামে একজন জানান, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। শনিবার রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় তিনজন দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।