ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিহত ১৫

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিহত ১৫

ইন্দোনেশিয়ায় সুলাওয়াসি দ্বীপে একটি ফেরিডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন।

সোমবার (২৪ জুলাই) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

সংস্থাটি জানিয়েছে, ফেরিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছয়জন বেঁচে গেছেন।স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে ফেরিটি ডুবে যায়। তবে ডুবে যাওয়ার কারণ এখনো স্পষ্ট নয়।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখা থেকে মুহাম্মাদ আরাফাহ নামের একজন জানান, নিহত সব ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বেঁচে যাওয়াদের এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী সংস্থার শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, স্থানীয় একটি হাসপাতালে মরদেহগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।

ফেরিটি দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের রাজধানী কেন্ডারি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে মুনা দ্বীপের একটি উপসাগর পেরিয়ে যাত্রীদের নিয়ে যাচ্ছিল।

আন্তর্জাতিক