সড়ক দুর্ঘটনায় সাত জেলায় প্রাণ গেল ১৩ জনের

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় প্রাণ গেল ১৩ জনের

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জে তিন, ফরিদপুরে দুই, ফেনীতে দুই, টাঙ্গাইলে দুই, সাভারে দুই এবং রাজবাড়ী ও নওগাঁয় দুজনসহ ১৩ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় বিসিকের একটি পোশাক কারখানায় আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক অসুস্থ হয়ে মারা যান। এ সময় নিয়ন্ত্রণহীন গাড়িটি একটি বাস, একটি প্রাইভেটকারসহ তিনটি অটোরিকশাকে ধাক্কা ও চাপা দেয়। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন পথচারী শাহাবুদ্দিন সাবু (৪৫), অটোরিকশাচালক সিরাজুল ইসলাম (৫০) ও ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে ফকির অ্যাপারেলসে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাঢ়া সান্ত্বনা মার্কেটের সামনে পৌঁছলে চালক জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আনন্দ পরিবহনের বাস, একটি প্রাইভেটকার, তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা ও চাপা দেয়। ঘটনাস্থলেই আনন্দ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে শাহাবুদ্দিন সাবু নামে এক পথচারী নিহত হন। আহত হন অটোরিকশার যাত্রীসহ সাতজন। আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ে বিসিকে যাচ্ছিলেন চালক জাহাঙ্গীর আলম। গাড়িটি ধাক্কা দেয়ার আগে জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা কর্মী। কী কারণে তাদের গাড়িচালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে।’

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) বাসচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে ভাঙ্গা পৌরসভার বগাইল টোল প্লাজাসংলগ্ন পূর্ব হাসামদিয়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর ছেলে মাহফুজুর রহমান (২৯) ও হামিম (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাই ঢাকাগামী একটি বাসের জন্য এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস এলে থামানোর জন্য ইঙ্গিত দেন মাহফুজুর। এ সময় তারা দুজনও কিছুটা এগিয়ে যান। কিন্তু বাসটি না থেমে তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে হামিম ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী আহত মাহফুজুর রহমানকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী: জেলার ফুলগাজীতে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরনো মুন্সিরহাটে ফেনী-পরশুরাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) ও পরশুরামের মালিপাথর এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিম (৪০)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে ইঞ্জিনের সমস্যা হওয়ায় একটি লরি ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর মুন্সিরহাট বাজারসংলগ্ন স্থানে দাঁড় করানো হয়। রাত সাড়ে ১১টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ওই লরিতে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা অটোরিকশাচালকসহ আহত তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ফুলগাজী থানার ওসি আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: জেলার ঘাটাইলে দুটি মোটরসাইকেলের মুখোমু‌খি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। রোববার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার কালীমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার মামুন হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাশিদুল ইসলাম সোহেল মোটরসাইকেলে ঘাটাইল থেকে গোপালপুরে ফির‌ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাভার: ঢাকার সাভার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহর ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। নিহত আরেক সহযাত্রীর নাম আল মামুন (২৬) বরিশালের হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে আরোহী দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজবাড়ী: জেলার কালুখালীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কাজী মর্তুজা হামীম নিপুণ (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে পাংশা হাইওয়ে থানার সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্তুজা কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রতনদিয়া গ্রামের কাজী আবদুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলে ইমনকে নিয়ে মোটরসাইকেলে কালুখালী ফিরছিলেন কাজী মর্তুজা। কালুখালী উপজেলার গান্ধীমারায় পাংশা হাইওয়ে থানার সামনে পৌঁছলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের ওপর জব্দ করে রাখা ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়েন বাবা-ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে কাজী মর্তুজাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নওগাঁ: জেলার রানীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে হুমাইরা খাতুন নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত হুমাইরা জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

সারাদেশ