আগামীকাল আওয়ামী লীগের ৩ সংগঠনের শান্তি সমাবেশ শুধু ঢাকা মহানগর যুবলীগেরই টার্গেট ১ লাখ নেতা-কর্মীর সমাগম সারাদেশ থেকে তরুণদের জড়ো করতে ব্যাপক প্রস্তুতি

আগামীকাল আওয়ামী লীগের ৩ সংগঠনের শান্তি সমাবেশ শুধু ঢাকা মহানগর যুবলীগেরই টার্গেট ১ লাখ নেতা-কর্মীর সমাগম সারাদেশ থেকে তরুণদের জড়ো করতে ব্যাপক প্রস্তুতি

সারা দেশে থেকে তরুন জড়ো করে এবার বড় আকারে যৌথভাবে শান্তি সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগের ৩ সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সমাবেশে ৩ লাখের মত তরুনদের একত্রিত করা চায় ওই সংগঠনগুলো। এ জন্য দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে ওই শান্তি সমাবেশ বলে জানিয়েছে সংগঠনগুলোর নেতারা। তারা বলছেন, সমাবেশ অবশ্যই মহাসমাবেশে রুপ নিবে। এ জন্য প্রস্তুতি চলছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগর যুবলীগই ১ লাখ নেতা-কর্মী সমাগম করার টার্গেট নিয়েছে বলে জানা গেছে।

যুবলীগ সূত্র জানিয়েছে, এর আগে যুবলীগ গত সোমবার সমাবেশটি করতে চেয়েছিল। কিন্তু পরে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে বড় আকারে ৩টি সংগঠন মিলে ওই সমাবেশ করা নির্দেশনা দেওয়া হয়। পরে আগামীকাল তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের ৩টি সংগঠন।

আগামীকাল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশেরও সমাবেশ রয়েছে রাজধানীতে। ইসলামী আন্দোলন প্রতিবাদ সমাবেশ কববে জাতীয় মসজিদ বায়তুল মোকাররামের উত্তর গেটে। আর বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে।

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশটি বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে বলে জানান নেতারা। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছ।

বিস্তারিত

রাজনীতি