ঢাকায় শক্ত কর্মসূচিতে বিরতি দিচ্ছে বিএনপি

ঢাকায় শক্ত কর্মসূচিতে বিরতি দিচ্ছে বিএনপি

ঢাকার প্রবেশপথে গত শনিবারের অবস্থান কর্মসূচি পর্যালোচনা করে আন্দোলনের পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবছে বিএনপি। দলের শীর্ষ নেতারা বলছেন, অবস্থান কর্মসূচিতে সাংগঠনিক দুর্বলতা ও সমন্বয়হীনতার ছাপ দেখতে পেয়েছেন তাঁরা। ফলে এখনই শক্ত কর্মসূচি পালনে দল কতটুকু প্রস্তুত, সেই প্রশ্নও সামনে এসেছে। অবশ্য বিএনপি নেতারা এও বলছেন, ঢাকার মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিকে ঘিরে বিএনপির অহিংস ভাবমূর্তি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

আর অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি লাভবান হয়েছে। 

1

এ অবস্থায় মহাসমাবেশ থেকে কর্মীদের ঢাকায় থেকে যাওয়ার আহ্বান জানালেও শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আজ সোমবার সব মহানগর ও জেলায় জনসভাবেশের ঘোষণা দেয় বিএনপি। গতকাল বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জনসভা হবে। তবে গত রাতে দলের পক্ষ থেকে বলা হয়, নয়াপল্টনে নয়—সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করা হবে।বিস্তারিত

রাজনীতি