আ. লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য   নাহিয়ান

আ. লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নাহিয়ান

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মাদ নাহিয়ান হারুন।

সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই উপকমিটির সভাপতি করা হয়েছে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও দ্য স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদকে। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে মো. সিদ্দিকুর রহমানকে। তিনি বিজিএমইএর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

যুক্তরাজ্যে আইন বিষয়ে শিক্ষা জীবন শেষ করে নাহিয়ান দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি তিনি রাজবীথি ট্রাভেলস, ব্রডওয়ে ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড এবং প্ল্যান মাই ট্রিপসহ আরও বেশ কিছু জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে জড়িত আছেন অনেক বছর ধরে।

তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব বজলুল হক হারুন ঝালকাঠি- ১ আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য।

শাহ মোহাম্মাদ নাহিয়ান হারুনসহ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি গঠনে ৮৬ জন সদস্যকে রাখা হয়েছে।

রাজনীতি