চট্টগ্রাম মহানগর টানা পাঁচ দিন পানির নিচে। অচল চট্টগ্রাম। প্লাবিত হয়েছে উপজেলা। পানির কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সাময়িক বন্ধ ছিল যান চলাচল। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। গত এক সপ্তাহ ধরে ৬৬৪ মিলিমিটারের রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে নিখোঁজের পর মরদেহ উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। নিখোঁজ এক ব্যবসায়ী ও এক কৃষক। গতকালও দিনভর কখনো থেমে কখনো মুষলধারে বৃষ্টি হয়। পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে চলতি আগস্ট মাসের সাত দিনে ৬৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এদিকে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।বিস্তারিত