চাঁদাবাজ চক্রে জিম্মি অটোরিকশা ♦ মাসে ২ কোটি টাকা চাঁদা আদায় ♦ স্টিকারপ্রতি নেয় ২-৩ হাজার টাকা ♦ স্পট ভাড়া ৪০-৮০ টাকা

চাঁদাবাজ চক্রে জিম্মি অটোরিকশা ♦ মাসে ২ কোটি টাকা চাঁদা আদায় ♦ স্টিকারপ্রতি নেয় ২-৩ হাজার টাকা ♦ স্পট ভাড়া ৪০-৮০ টাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রথম বুড়িগঙ্গা সেতুতে সিএনজিচালিত অটোরিকশায় স্টিকার লাগিয়ে টাকা ওঠায় একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ লেখা এই স্টিকারের আড়ালে প্রতি সিএনজি অটোরিকশা থেকে মাসে ২ হাজার টাকা চাঁদা আদায় করছে চক্রটি। এই সড়কে চলাচল করা সাত-আট হাজার অটোরিকশা থেকে চক্রটি মাসে ২ কোটি টাকা চাঁদা আদায় করছে। আবার কেউ টাকা না দিলে মারধরসহ অসাধু পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে গাড়ি ডাম্পিং করে চক্রটি। এই চাঁদাবাজ চক্রে জিম্মি অটোরিকশাচালকরা।

সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্টিকার ছাড়া কোনো সিএনজি অটোরিকশা বুড়িগঙ্গা প্রথম সেতুতে উঠতে পারে না। মঙ্গলবার জুরাইন পোস্তগোলার বুড়িগঙ্গা প্রথম সেতু হয়ে ওপারের হাসনাবাদ ও ইকুরিয়া রোডে চলাচলরত অন্তত ২০ জন অটোরিকশা চালকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, ওই স্টিকার দিয়ে প্রতি মাসে সিএনজিপ্রতি ২ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়। যাদের অটোরিকশার কোনো নম্বর নেই, তাদের কাছ থেকে নেওয়া হয় ৩ হাজার টাকা করে। ওই স্টিকার-সংবলিত অটোরিকশাগুলো শুধু জুরাইন পোস্তগোলার বুড়িগঙ্গা প্রথম সেতু হয়ে ওপারের হাসনাবাদ ও ইকুরিয়া পর্যন্ত চলাচল করার অনুমতি রয়েছে। ঢাকার ভিতরে এগুলোর চলাচলের কোনো সুযোগ নেই। এ ছাড়া স্পট ভাড়া হিসেবে প্রতিদিন নেওয়া হচ্ছে ৩০ টাকা।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ