অর্থনীতি মন্থর, বিনিয়োগ কমছে অর্থনীতিতে এমনিতেই চাঞ্চল্য নেই, সামনে আছে নির্বাচনকালীন অনিশ্চয়তা। ফলে গতি ফিরে পাচ্ছে না দেশের অর্থনীতি

অর্থনীতি মন্থর, বিনিয়োগ কমছে অর্থনীতিতে এমনিতেই চাঞ্চল্য নেই, সামনে আছে নির্বাচনকালীন অনিশ্চয়তা। ফলে গতি ফিরে পাচ্ছে না দেশের অর্থনীতি

ডলার–সংকট কাটেনি। টাকার মানও কমছে। সরকারের আয় কম। এ কারণে সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে কমেছে বেসরকারি খাতের ঋণ। সব মিলিয়ে সংকট থেকে উত্তরণের পথে নেই দেশের অর্থনীতি। অর্থনীতিতে চাঞ্চল্য নেই। আবার সামনে আছে নির্বাচনকালীন অনিশ্চয়তা। ফলে গতি ফিরে পাচ্ছে না দেশের অর্থনীতি।

অথচ বিশ্বের অনেক দেশই মূল্যস্ফীতি কমাতে সফল হয়েছে। ধীরে ধীরে হলেও অর্থনীতির উত্তরণও ঘটছে অনেক দেশে। অথচ বাংলাদেশের অর্থনীতি এখনো মন্থর হয়ে আছে। অর্থনীতির সূচকগুলোর মধ্যে রপ্তানি আয়ের দিক থেকে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে ওঠা–নামা আছে। আমদানি কমেছে ঠিকই। একই সঙ্গে মূলধনি যন্ত্রপাতি, মধ্যবর্তী পণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র (এলসি) খোলা ও তা নিষ্পত্তি করার হার কমে গেছে অনেক বেশি। অর্থাৎ উৎপাদন খাত শ্লথ হয়ে রয়েছে।

তবে সবচেয়ে বড় সমস্যায় আছে দেশের সাধারণ মানুষ। মূল্যস্ফীতি এখনো দশের কাছাকাছি। গত দুই মাসে তা কমেছে খুবই সামান্য। তবে খাদ্য সূচকে মূল্যস্ফীতি বাড়ছেই। সীমিত আয়ের মানুষ কোনো না কোনো পণ্য নিয়ে বিপাকে থেকেই যাচ্ছে। যেমন মাছ-মাংস কিনতে না পেরে যাঁরা ডিমে থিতু হয়েছিলেন, তাঁদের অনেকের কাছেই এই পণ্যটিও নাগালের বাইরে যাচ্ছে। চালের দাম তো বাড়তি আছেই।বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ