হিমাচলে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

হিমাচলে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৪ আগস্ট) ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক ঘটনায় এসব মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে ভারতী ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড (Deccan Herald)।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, রোববার রাতে মেঘ বিস্ফোরণে দুটি বাড়ি ভেসে গেছে। সেখান থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও জাদোন গ্রামে আরও সাতজন নিহত হয়েছেন।

মৃতদের নাম হরনাম (৩৮), কমল কিশোর (৩৫), হেমলতা (৩৪), রাহুল (১৪), নেহা (১২), গোলু (৮) এবং রক্ষা (১২) বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, সামার হিল এলাকার একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফাগলি এলাকার অন্য একটি গ্রামি বেশ কয়েকটি বাড়ি কাদার নিচে চাপা পড়েছিল।

স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে, ভয়ংকর এই দুর্যোগের কারণে রাজ্যজুড়ে প্রায় ৭৫২টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্বত্য রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ