নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররমে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদির নামাজে জানাযাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রটি জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আগে থেকেই বায়তুল মোকাররম মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করেছিলো আওয়ামী লীগ। সেখানে জামায়াত ইসলামী নেতাকর্মীরা এসে জানাযার জন্য উপস্থিত হলে হাতাহাতির ঘটনা ঘটে।
ডিএমপির মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খান জানান, খুব সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত ইসলামের নেতাকর্মী রয়েছে কিনা তা তথ্য ও পরিচয় যাচাই বাছাই শেষে জানানো যাবে। এখনো তাদের গ্রেফতার করা হয়নি। তথ্য যাচাই বাছাই শেষে কতজন গ্রেফতার তা নিশ্চিত করা যাবে।
এদিকে জামায়াত ইসলাম নেতাকর্মীরা বায়তুল মোকাররমে জানাযার নামাজ আদায় করেছে কিনা, এ বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি। তবে সরজমিনে পল্টন ও বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, মূল মসজিদ ঘিরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে জলকামান এবং পুলিশের অত্যাধুনিক যানবাহনগুলো। যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএমপির এই ডিসি।
এদিকে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উপস্থিতি এবং হাতাহাতির ঘটনায় বেশ ভিড় দেখা যায় বায়তুল মোকাররমের মূল ফটকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও এখনো উৎসুক জনতার ভিড় রয়েছে বায়তুল মোকাররম এলাকায় জুড়ে। সেই সঙ্গে বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্টসহ বেশ কিছু এলাকায় প্রস্তুতি নিয়ে অবস্থান করছে পুলিশ।