রাশিয়ায় গ্যাসস্টেশনে বিস্ফোরণ, নিহত ২৭

রাশিয়ায় গ্যাসস্টেশনে বিস্ফোরণ, নিহত ২৭

রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি গ্যাসস্টেশনে সোমবার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ২৭ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেছে, রাজধানী দাগেস্তানে কাস্পিয়ান সাগর উপকূলে মাকহাচকালায় এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাশিয়ার দৈনিক পত্রিকা ইজভেসতিয়ার খবরে টেলিগ্রামে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, পেট্রলস্টেশনে যেখানে গাড়ি পার্ক করে রাখা হয়েছে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, আগুন ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডস্থলে ২৬০ জন অগ্নিনির্বাপণকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ