এমপিদের পরিবারে প্রার্থীর ছড়াছড়ি স্ত্রী ভাই শ্যালক ভাতিজা ভাগিনা ভগ্নিপতি বেয়াই পেতে চান নৌকা

এমপিদের পরিবারে প্রার্থীর ছড়াছড়ি স্ত্রী ভাই শ্যালক ভাতিজা ভাগিনা ভগ্নিপতি বেয়াই পেতে চান নৌকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমান এমপিদের পারিবারিক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। গণসংযোগও করে চলেছেন তারা। বর্তমান সংসদে সরাসরি নির্বাচিত ৩০০ আসনের মধ্যে ২৬২ জন এমপি আওয়ামী লীগের। বাকি ৩৮টি আসনের এমপি জাতীয় পার্টি, গণফোরাম, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপি, তরিকত ফেডারেশন এবং স্বতন্ত্র থেকে নির্বাচিত।

আওয়ামী লীগের ২৬২ এমপির মধ্যে এখন পর্যন্ত পারিবারিক প্রার্থী পাওয়া গেছে ৩৪ জন এমপির। বয়োবৃদ্ধ কেউ কেউ মনোনয়ন হারানোর ভয়ে পারিবারিক ‘ডামি’ ক্যান্ডিডেট রাখছেন। আবার কেউ কেউ জীবদ্দশায় রেখে যেতে চান উত্তরসূরি। স্বজনদের মধ্যে রয়েছেন স্ত্রী ২, মেয়ে ৪, স্বামী ২, ছেলে ১৫, ভাই ৯, বোন ৪, ভাগিনা ১, চাচি ১, ছেলের বউ ১, ভগ্নিপতি এক এবং ভাতিজা দুজন। এদের কেউ কেউ আন্তরিকভাবেই নৌকা প্রতীক পেতে চান। আবার কেউ কেউ নিজেদের আধিপত্য বজায় রাখতে ডামি ক্যান্ডিডেটও।

অবশ্য আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা বলেছেন, এমপিদের পরিবারের সদস্যরা যদি যোগ্য হন, তাহলে আপত্তি নেই। কিন্তু যদি আধিপত্য, বা প্রতিপত্তি ধরে রাখতে অযোগ্য ছেলে-মেয়েকে দিয়ে মনোনয়ন চান তাহলে সমস্যা। এটা রাজনৈতিক দৈন্য।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ