মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৭ নাইজার সেনা নিহত

মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৭ নাইজার সেনা নিহত

মালি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৭ নাইজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর একটি দল বনি এবং তোরোদির মধ্যে টহল দিচ্ছিল। এসময় সন্ত্রাসী হামলার শিকার হয় তারা। এতে কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। তাদেরকে নিয়ামির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির এক সেনা সদস্য বলেন, তাদের ফেরার পথে ১০০ জনের বেশি সন্ত্রাসী তাদের অনুসরণ করছিল।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ