৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা।

৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা।

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে চলতি অর্থবছরে জাহাজীকৃত পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা দেবে সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, ৪৩টি পণ্য (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের পণ্য) রপ্তানির বিপরীতে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে এ প্রণোদনা ও নগদ সহায়তা দেয়া হবে।

বিগত বছরের মতো চলতি অর্থবছরেও রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে।

তালিকা দেখতে ক্লিক করুন

তবে নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ