জনসংখ্যার চাপে পিষ্ট ঢাকা বিবিএসের প্রতিবেদন :- রাজধানীর পাশের জেলা হিসেবে গাজীপুর, মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জেও বাড়ছে জনসংখ্যার চাপ। কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকায় চাপ কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের

জনসংখ্যার চাপে পিষ্ট ঢাকা বিবিএসের প্রতিবেদন :- রাজধানীর পাশের জেলা হিসেবে গাজীপুর, মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জেও বাড়ছে জনসংখ্যার চাপ। কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকায় চাপ কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের

জনসংখ্যার চাপে পিষ্ট হচ্ছে রাজধানী ঢাকা। প্রতিদিন এ শহরে নতুন অন্তত ১ হাজার ৭০০ জন মানুষ যোগ হচ্ছে। শুধু ঢাকা নয়, এর আশপাশের জেলাগুলোতেও জনসংখ্যার চাপ ভারী হচ্ছে। অর্থাৎ দেশের অন্যান্য বিভাগের তুলনায় ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে দ্রুতগতিতে। রাজধানীর পাশের জেলা হিসেবে গাজীপুর, মুুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জেও বাড়ছে জনসংখ্যার চাপ। কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকায় জনসংখ্যার চাপ কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে, ঢাকা বিভাগের জনসংখ্যা ৪ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৫২২ জন। যার অর্ধেকই রাজধানীতে বসবাস করেন। অথচ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী বহু আগে বাসযোগ্যতা হারিয়েছে মেগা সিটি ঢাকা।

পরিসংখ্যান বলছে, রাজধানীতে প্রতি একরে ৭০০ থেকে ৮০০ জন মানুষ বাস করেন। কিন্তু এই নগরীর চারটি এলাকা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। এ চারটি এলাকা হচ্ছে-লালবাগ, বংশাল, গেন্ডারিয়া এবং সবুজবাগ। এসব এলাকায় প্রতি একর আয়তনে বাস করে প্রায় ৮০০ মানুষ। তবে মেগা সিটির মানদন্ড অনুযায়ী প্রতি একর আয়তনে জনসংখ্যা থাকার কথা ১২০ জন।

বিশ্লেষকদের মতে, সব ধরনের সেবা রাজধানীকেন্দ্রিক হওয়ায় মানুষ ভিড় জমাচ্ছে ঢাকায়। সরকারি অফিস আদালত, সেরা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকের হেড অফিস, ভারী ও মাঝারি শিল্প-কারখানাসহ বিভিন্ন ধরনের সেবা কেন্দ্রীভূত হওয়ায় মানুষের সামনে কোনো বিকল্প পথ নেই। এ ছাড়া শিল্প-কল-কারখানার অধিকাংশই রাজধানী এবং এর আশপাশে হওয়ার কারণে বিশাল জনগোষ্ঠী বাস করে এই বিভাগে। ক্যান্টনমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাই কোর্ট, আবহাওয়া অধিদফতর, বন ভবন, খাদ্য ভবন, পানি ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যালয়গুলো সহজেই স্থানান্তর বা বিকেন্দ্রীকরণ করা যায়। কিন্তু কোনো সরকার এতে আগ্রহ দেখায়নি। এ ছাড়া বিভাগ ও অন্য জেলাগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করলে মানুষ আপনা-আপনিই ঢাকা থেকে স্থানান্তরিত হবে। এতে ধীরে ধীরে বাসযোগ্যতা ফিরে পাবে ঢাকা বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ