ভোটের আগে বিচার শুরু নিয়ে আতঙ্ক বিএনপি নেতা-কর্মীদের গায়েবি মামলায় উৎকণ্ঠা

ভোটের আগে বিচার শুরু নিয়ে আতঙ্ক বিএনপি নেতা-কর্মীদের গায়েবি মামলায় উৎকণ্ঠা

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র সাড়ে তিন মাসের মতো বাকি। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে নামে-বেনামে মামলা ও গায়েবি মামলা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে। বিএনপি নেতা-কর্মীদের নামে-বেনামে থাকা সব মামলার বিচার শুরু হয়েছে। অস্বাভাবিক দ্রুতগতিতে চলছে এসব মামলার কার্যক্রম। চলছে সাক্ষ্য গ্রহণের কাজ। অনেক মামলাই এখন শুধু রায়ের অপেক্ষায়। দলের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবার দিনের শুরু হয় আদালতপাড়ায়। বেশির ভাগ নেতার বিরুদ্ধেই রয়েছে শতাধিক মামলা।

বিএনপির দফতর সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ৩৭টি মামলা ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে ৯৩টি। এর মধ্যে তার নামে দায়ের করা ভোর রাতে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার ট্রায়াল শুরু হয়েছে। আর সর্বোচ্চ ৪৫১টি মামলা করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে সারা দেশে দলটির নেতা-কর্মীর বিরুদ্ধে দেওয়া ১ লাখ ৪১ হাজার ৯৩৪টি মামলায় ৪৯ লাখ ৪০ হাজার ৪৯২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে গত ২৮ ও ২৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও রাজধানীর গুরুত্বপূর্ণ পাঁচ প্রবেশমুখে অবস্থান কর্মসূচিসহ এর পরের কয়েকটি কর্মসূচি ঘিরে এক মাসে সারা দেশে ৩৫০টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১৫ হাজার ৭২০ জনকে। গ্রেফতার হয়েছেন ১ হাজার ৭৫০ জন।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ