আমানের আত্মসমর্পণ ঘিরে উত্তপ্ত আদালত প্রাঙ্গন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

আমানের আত্মসমর্পণ ঘিরে উত্তপ্ত আদালত প্রাঙ্গন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আদালতে আত্মসমর্পণ ঘিরে বিএনপিপন্থি আইনজীবী ও সমর্থকরা অবস্থান নেয়। এসময় বিএনপিপন্থি আইনজীবো ও নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাদে। আইনশৃঙ্খলা বাহনীর সদস্যরা লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়।

রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার কথা বিএনপি নেতা আমানউল্লাহ আমানের।

আমান উল্লাহ আমাদের আত্মসমর্পণ ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বাড়ানোর হয় নিরাপত্তা ব্যবস্থা।

 

বিএনপির এ নেতা উচ্চ আদালতের নির্দেশে ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমানউল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করবেন; এরপর জামিন চেয়ে আবেদন করা হবে।

এর আগে ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানের স্ত্রী সাবেরা আমান। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামীবছর ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ৭ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে ২৮১ পৃষ্ঠার রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। ওইদিন দুদকের অন্য একটি মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

শীর্ষ সংবাদ