নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এই ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন। তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো।
সেনাবাহিনীর সাবেক ১৯ কর্মকর্তা-
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর
কর্নেল (অব.) আব্দুল হক
লে. কর্নেল (অব.) আইয়ুব
লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান
লে. কর্নেল (অব.) নওরোজ
লে. কর্নেল (অব.) মুস্তফিজ
লে. কর্নেল (অব.) সাঈদ আলম
লে. কর্নেল (অব.) রাশেদ
মেজর (অব.) আজিজ রানা
মেজর (অব.) কোরবান আলী
মেজর (অব.) জাকিউল
মেজর (অব.) আফাজ
মেজর (অব.) মোরতাজা
মেজর (অব.) ছাব্বির
মেজর (অব.) তানভীর
মেজর (অব.) আল আমিন
মেজর (অব.) মনিরুজ্জামান
ক্যাপ্টেন (অব.) গনিউল আজম
লে. (অব.) ইমরান
নৌবাহিনীর সাবেক দুই কর্মকর্তা-
রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও
কমোডর (অব.) মোস্তফা সহিদ
বিমানবাহিনীর সাবেক চার কর্মকর্তা-
এয়ার কমোডর (অব.) শফিক
এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম
স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান
স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম