বিশ্বের ৬০টি দেশীয় ও আন্তর্জাতিক নিউজ সাইটে প্রকাশিত ৭০০টিরও বেশি ভুয়া নিবন্ধে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার গোপন প্রকল্প প্রকাশিত হয়ে পড়ায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের মিথ্যাচারের নতুন মাত্রা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভাড়া করা অস্তিত্বহীন বিশেষজ্ঞদের নিয়ে ভুয়া এজেন্ডা কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখা জন্য জাতীয় স্বার্থকে কুক্ষিগত করে ‘বিবেক’, ‘আত্মসম্মানবোধ’ এবং ‘লজ্জা’ বিসর্জন দেয়ার মনন উদাহরণ বিশ্বে বিরল। এতে প্রমাণ হয় সরকার কতো আত্মবিশ্বাসহীন ও দেউলিয়া। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও লজ্জাহীনতার দায় সরকারকেই বহন করতে হবে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের প্রশংসা করে শত শত নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু এএফপি’র এক তদন্তে দেখা গেছে যে, এসব নিবন্ধের লেখকদের বড় একটি অংশই ভুয়া। তাদের ছবিগুলো জাল এবং পরিচয়ও বেশ সন্দেহজনক। বার্তা সংস্থাটির মতে, এসব লেখকের অনেকের কোনো অস্তিত্বই নেই। অথচ তারা স্বাধীন বিশেষজ্ঞ পরিচয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ সরকারের নীতিগুলোর প্রশংসা করে চলেছেন। অজানা ও অজ্ঞাত লেখকদের দ্বারা এহেন অবিচ্ছিন্ন ও লাগাতার মিথ্যা প্রচারণার উদ্দেশ্য ভোটবিহীন অবৈধ সরকারকে বিশ্বে রোল মডেলের আসনে প্রদর্শন করা। এসব কতো নিম্নমানের মিথ্যাচার এবং আত্মঘাতী পরিকল্পনা- তা উপলব্ধি করার সক্ষমতাও এই সরকারের নেই। এই ধরনের জঘন্য ও নীতি গর্হিত কাজ থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে