পরিবারের বাইরে আওয়ামী লীগ উপনির্বাচনে ২৪ মন্ত্রী-এমপির পরিবার পায়নি মনোনয়ন

পরিবারের বাইরে আওয়ামী লীগ উপনির্বাচনে ২৪ মন্ত্রী-এমপির পরিবার পায়নি মনোনয়ন

নাটোর-৪ আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়নে জোর আলোচনায় ছিলেন প্রয়াত এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি। কিন্তু দলীয় মনোনয়ন মেলেনি। মুক্তি জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এ আসনে মনোনয়ন পেয়েছেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এতে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তারা অনেকাংশেই উজ্জীবিত।

অধ্যাপক আবদুল কুদ্দুস পাঁচবারের নির্বাচিত এমপি এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবদুল কুদ্দুস ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রসংগ্রাম পরিষদের সভাপতি, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুবার নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি। সবার ধারণা ছিল, পিতার ভার কন্যার কাঁধেই উঠছে। কিন্তু তা হয়নি। পরিবার থেকে বেরিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে দলের এক প্রবীণ নেতাকে। একাদশ জাতীয় সংসদের মোট ২৮ জন এমপি মারা গেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২৬ জন। তার মধ্যে চারটি বাদে বাকিগুলোয় এমপি-মন্ত্রীদের পরিবারের বাইরে গিয়ে ত্যাগী-পরীক্ষিত প্রবীণ-নবীন নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া এক এমপির পদত্যাগ ও আরেকজনের আইনি প্রক্রিয়ায় শূন্য হওয়া আসনেও তাঁদের পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। বাংলাদেশের ইতিহাসে একাদশ জাতীয় সংসদেই সবচেয়ে বেশি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ