আমার এক বড় ভাই বললেন, খেয়াল করে দেখলাম, ছোটবেলার কোনো শিক্ষাই বৃথা যায় না। এজন্য সবার উচিত, ছোটবেলায়ই নানারকম শিক্ষা গ্রহণ করা। তাহলে আমি যেভাবে উপকৃত হচ্ছি, সবাই সেভাবে উপকৃত হতে পারবে। আমি বললাম, বুঝতে পেরেছি, আপনি ছোটবেলায় নানান পদের শিক্ষা গ্রহণ করেছিলেন। তা এখন যে বললেন উপকৃত হচ্ছেন, সেটা কোন শিক্ষার গুণে, একটু জানতে পারি? বড় ভাই বললেন, অবশ্যই জানতে পারিস। না জানলে শিখবি কীভাবে? শোন, আমি ছোটবেলায় বুদ্ধি করে বিতর্ক প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম। বিতার্কিক হিসেবে একবার পুরস্কারও পেয়েছিলাম। সে জিনিসটা এখন আমার কাজে লাগছে। আমি জানতে চাইলাম, কী ধরনের কাজে লাগছে? বড় ভাই বললেন, জিনিসপত্র কিনতে গিয়ে ভালোই দর কষাকষি করতে পারছি। মাঝে-মধ্যে জিতেও যাচ্ছি। যেমন একটু আগেও এক মুদি দোকানদারের সঙ্গে দর কষাকষি করে এক কেজি পিঁয়াজে এক টাকা কম দিতে পারলাম। এক টাকা কম! চাট্টিখানি ব্যাপার না কিন্তু। আমার এক প্রতিবেশী বললেন, জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে গেছে, কী আর বলব। তবে এতে লাভ হয়েছে বউদের। এখন আর বউদের সঙ্গে পারা যায় না। বউরা যেটা বলে, সেটাই সঠিক। আপনি যে তাদের কথা মিথ্যা প্রমাণ করবেন বা যুক্তি দিয়ে হালকা করবেন, সেটা অসম্ভব হয়ে পড়েছে। আমি বললাম, শুরু করলেন জিনিসপত্রের দাম দিয়ে, শেষ করলেন বউ দিয়ে। বিস্তারিত