বিপজ্জনক পর্যায়ে যুদ্ধ, সহসা থামছে না

বিপজ্জনক পর্যায়ে যুদ্ধ, সহসা থামছে না

 

আন্তর্জাাতিক ডেস্ক

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর আজ পর্যন্ত টানা ৫৭২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বিপজ্জনক পর্যায়ে অবস্থান করছে।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধানও দুই দেশের মধ্যে যে যুদ্ধ সহসাই থামছে না সেই বার্তা দিয়েছেন। গতকাল রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যুদ্ধের কোনো দ্রুত সমাপ্তি হবে না।

জার্মানির ফাঙ্কে মিডিয়া গ্রুপের সঙ্গে সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, ‘বেশিরভাগ যুদ্ধ প্রথম শুরু হওয়ার সময় প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে চলে। তাই আমাদের অবশ্যই ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’

ন্যাটো প্রধান আরও বলেছেন, ‘একই সময়ে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনীয়রা যুদ্ধ বন্ধ করে দেয়, তবে তাদের দেশ আর থাকবে না।’

ন্যাটোতে ইউক্রেন প্রসঙ্গে স্টলটেনবার্গ বলেছেন, এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেন শেষ পর্যন্ত ন্যাটোতে থাকবে। জুলাইয়ে জোটের শীর্ষ সম্মেলনে কিয়েভ ‘ন্যাটোর কাছাকাছি চলে গেছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ