বাংলাদেশের কাছে আগামী ৫ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম (বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি) হস্তান্তর করছে রাশিয়া। আর মাত্র এক সপ্তাহ পরেই অর্থাৎ চলতি মাসের ২৮ তারিখ কাক্সিক্ষত ইউরেনিয়াম এসে পৌঁছাবে বাংলাদেশে। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে যাবে। দেশের মানুষ তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্নপূরণের দোরগোড়ায় চলে যাবে। ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে আগামী ৫ অক্টোবর দুপুরে ভার্চুয়ালি এক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা-রোসাটম এবং রূপপুর প্রকল্প সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসিও-এরও ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা প্রস্তুতি নিচ্ছেন। জ্বালানি হস্তান্তরের আগে চলতি মাসের ২৮ তারিখে দেশে ইউরেনিয়াম পৌঁছানোর কথা রয়েছে। আর ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে এই জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান। গত রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এ অনুষ্ঠান উপলক্ষে এক বৈঠক হয়। সেখানে সংশ্লিষ্টরা অনুষ্ঠানটি আয়োজনে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ, রোসাটম ও প্রকল্প সংশ্লিষ্টরা।বিস্তারিত