যুক্তরাষ্ট্রের যে ৩ ভেন্যুতে হবে বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রের যে ৩ ভেন্যুতে হবে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ক্রিকেটের বড় কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। দেশটির তিনটি ভেন্যু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বেকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভেন্যুগুলো হচ্ছে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আইসিসি। অবশ্য যুক্তরাষ্ট্র একা নয়, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে কুড়ি ওভারের বিশ্বকাপ। টুর্নামেন্টে সর্বোচ্চ কুড়িটি দল অংশ নেবে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৪ জুন, শেষ হবে৩০ জুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র মিলে মোট ১০ ভেন্যুতে খেলা মাঠে গড়াবে। যুক্তরাষ্ট্রের জন্য তিন ভেন্যু চূড়ান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের জন্য বরাদ্দ থাকবে আরও ৭ টি ভেন্যু

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট কিছুটা ভিন্ন হবে আগের আসরের তুলনায়। যেখানে প্রথম পর্বে ৫ দল করে চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সুপার এইটের ৮ দলকে আবার ভাগ করা হবে দুইটি গ্রুপে, প্রতি গ্রুপে দল থাকবে চারটি। এই দুই গ্রুপ থেকে দুইটি করে চারটি দল সেমি-ফাইনাল খেলবে

খেলাধূলা শীর্ষ সংবাদ