আলু-ডিম নিয়ে হার্ডলাইনে সরকার দাম না কমলে আমদানির সুপারিশ, আরও ৬ কোটি ডিম আসছে বিদেশ থেকে

আলু-ডিম নিয়ে হার্ডলাইনে সরকার দাম না কমলে আমদানির সুপারিশ, আরও ৬ কোটি ডিম আসছে বিদেশ থেকে

আলু ও ডিমের দাম যৌক্তিক পর্যায়ে আনতে হার্ডলাইনে যাচ্ছে সরকার। পরিস্থিতি সামাল দেওয়া না গেলে ডিমের পর এবার আলু আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার নির্ধারিত দামে এই দুটি পণ্য বিক্রি হচ্ছে না। উল্টো হিমাগার মালিক ও পোলট্রি ব্যবসায়ীরা পণ্য দুটির সরবরাহ কমিয়ে দিয়েছেন। প্রথম দফায় ৪ কোটি ডিম আমদানির অনুমতির পর গতকাল আরও ছয়টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আলুর দাম না কমায় এবার সবজিজাতীয় এই পণ্যটিও আমদানির বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আলু কোনো আমদানি পণ্য নয়। এ ধরনের উদ্যোগ নেওয়ার পক্ষপাতিও নই আমরা। তবে দাম যদি না কমে তাহলে বিষয়টি ভাবতে হবে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। এটা (আলু আমদানি) নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। আলুর দাম কমিয়ে আনতে এরই মধ্যে মুন্সীগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার হিমাগারগুলোতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ স্থানীয় প্রশাসন। তারপরও খুচরা পর্যায়ে দাম কমেনি। আগের মতো এখনো ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে আলু। ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজন। অথচ সরকার আলুর সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ৩৫-৩৬ টাকা এবং প্রতিটি ডিম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য জাতীয় শীর্ষ সংবাদ