বিশ্ব নদী দিবস আজ দেশে নদী কমছেই ► সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তালিকায় ভিন্নতা, গরমিল রয়েছে নদীর নামেও ► হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত দখল দূষণে, দখল করে গড়ে উঠছে নানা স্থাপনা

বিশ্ব নদী দিবস আজ দেশে নদী কমছেই ► সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তালিকায় ভিন্নতা, গরমিল রয়েছে নদীর নামেও ► হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত দখল দূষণে, দখল করে গড়ে উঠছে নানা স্থাপনা

বাংলাদেশে নদনদীর সংখ্যা কত? স্বাধীনতার ৫২ বছরেও মেলেনি এই প্রশ্নের উত্তর। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রকাশিত নদীর তালিকায় রয়েছে ভিন্নতা। গরমিল রয়েছে নদীর নামেও। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে দেশে ৪০৫টি নদীর তথ্য রয়েছে। গত মাসে জাতীয় নদী রক্ষা কমিশন ৯০৭টি নদীর খসড়া তালিকা প্রকাশ করে। বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের কোথাও ৭০০টি, কোথাও ২৩০টি নদীর কথা বলা আছে। পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ম ইনামুল হকের ‘বাংলাদেশের নদনদী’ বইয়ে আছে ১২১৬টি নদীর তথ্য। আবার বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান দাবি করছে, দেশে নদীর সংখ্যা ১৬০০-এর বেশি।

একদিকে নদীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি, অন্যদিকে প্রতিনিয়ত দখল-দূষণে হারিয়ে যাচ্ছে একের পর এক নদী। এই বাস্তবতা সামনে নিয়ে আজ দেশব্যাপী বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় মানুষকে সচেতন করার লক্ষ্যে পৃথিবীর শতাধিক দেশের পাশাপাশি বাংলাদেশেও প্রতি বছর সেপ্টেম্বরের শেষ রবিবার দিবসটি পালন করা হয়।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ