আলোচনায় আগামী ভোট নীরবে খোঁজখবর রাখছেন প্রশাসনের কর্মকর্তারা

আলোচনায় আগামী ভোট নীরবে খোঁজখবর রাখছেন প্রশাসনের কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে নানামুখী আলোচনা চলছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। নিজেদের মধ্যে এসব আলোচনায় সবারই জানার আগ্রহ কারা এ নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছেন। প্রকাশ্যে কেউ কিছু না বললেও নীরবে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা খোঁজ রাখছেন। তবে অধিকাংশ কর্মকর্তাই এ নিয়ে মোটেও চিন্তিত নন। সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর বিভিন্ন মাধ্যমে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের তালিকা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। যদিও যুক্তরাষ্ট্র বলেছে, ভিসানীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেওয়া হবে, তাদের নাম প্রকাশ করা হয় না। কারণ কাউকে ভিসা না দেওয়াসহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য।

এর পর থেকে অনেক কর্মকর্তা বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করছেন কে কে আছেন তালিকায়। অনেকেরই এ বিষয়ে আরও নতুন কোনো খবর আছে কি না তা জানার রয়েছে বিশেষ আগ্রহ। একাধিক সচিবের সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। একজন সচিব জানতে চান এ বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি না। একজন সিনিয়র সচিব বলেন, অনেকের সন্তান দেশের বাইরে পড়াশোনা করেন। একটা বাড়তি টেনশন তো থাকেই। ১৩ ব্যাচের এক অতিরিক্ত সচিব বলেন, ‘আমাদের সিনিয়র এবং আমাদের ব্যাচের অনেকের টেনশন দেখেছি। আবার অনেকের মধ্যে এ বিষয়ে কোনো আগ্রহ নেই। সচিব যারা আছেন তারা হয়তো নিজেদের মতো করে খোঁজ নিচ্ছেন।’বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ