ইরাকে একটি বিয়ে অনুষ্ঠানে আগুনে অন্তত ১০০ লোকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১৫০ জন। দেশটির উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে এ ঘটনা ঘটে বলে ইরাকের রাষ্ট্রীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা খবর প্রকাশ করেছে।
নিনেভাহ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ইরাকি সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, বুধবার ভোরে ‘১০০টি লাশ গণনা করা হয়েছে। আর আহত হয়েছে ১৫০ জনের বেশি।’ এই হিসাব ‘প্রাথমিক’ বলে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়ে অনুষ্ঠানে আতশবাজি থেকে এই আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে। অনুষ্ঠান জমজমাট অবস্থায় বিশাল হল রুমে আগুন লেগে যায়।
রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, ভবনটিতে অত্যন্ত দাহ্য নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
উদ্ধারকাজ চলছে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে রয়েছে।
সূত্র : আল জাজিরা