তফসিল ঘোষণার আগেই সরকারের ওপর চাপ তৈরি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে একটি ফয়সালায় পৌঁছাতে চায় বিএনপি।
নভেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তার আগেই অক্টোবর মাসে টানা কঠোর কর্মসূচির মাধ্যমে সে চাপ তৈরি করাই এখন দলটির লক্ষ্য। তবে অক্টোবরের কর্মসূচি এখনো ঠিক হয়নি। এ সপ্তাহের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এরই মধ্যে সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিনগুলোকে হিসাবে নিয়ে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছে বিএনপিকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কার্যত সময়সীমা বেঁধে দেওয়া এই আলটিমেটামে কঠোর কর্মসূচির নামে বিএনপি যাতে কোনো ‘সংঘাত’ বা ‘সহিংস’ কর্মসূচিতে না যায়, সে ইঙ্গিত দেওয়া হয়েছে।বিস্তারিত