আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপিকে রাজপথ ফাঁকা ছেড়ে দেবে না আওয়ামী লীগ। শান্তি সমাবেশ, উন্নয়ন শোভাযাত্রা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। রাজধানীসহ সারা দেশেই এই কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। তাদের কর্মসূচিতে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি এবং দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে তারা বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে। আমাদের কথা সংবিধান মেনেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে। কাজেই নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। সব অপশক্তিকে মোকাবিলা করব।’বিস্তারিত