‘কিংস পার্টি’ তৎপর, টার্গেট বিএনপির ক্ষুব্ধ বঞ্চিতরা

‘কিংস পার্টি’ তৎপর, টার্গেট বিএনপির ক্ষুব্ধ বঞ্চিতরা

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জোর তৎপরতা চালাচ্ছে ‘কিংস পার্টি’। বিএনপির সাবেক নেতাদের নেতৃত্বে গঠিত ‘তৃণমূল বিএনপি’ এবং ‘বিএনএম’ নামের দল দুটি বর্তমানে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত। নির্বাচনে অংশ নিতে ‘যোগ্য প্রার্থী’র খোঁজে ব্যস্ত সময় পার করছে তারা। এমনকি নির্বাচনে ৩০০ আসনেই দলীয় ও জোটগত প্রার্থী দেবে বলে জানিয়েছে তারা। তাদের মূল টার্গেট বিএনপিদলীয় সাবেক মন্ত্রী-এমপি, অবমূল্যায়িত, সংক্ষুব্ধ, হতাশ, সাবেক সংস্কারপন্থি, বহিষ্কৃত বা অব্যাহতিপ্রাপ্ত নেতারা। ইতোমধ্যে অনেকের সঙ্গে যোগাযোগও হয়েছে দাবি শীর্ষ নেতাদের।

প্রকাশ্যে নতুন দল দুটিকে গুরুত্ব না দিলেও ভেতরে-ভেতরে ‘সতর্ক’ অবস্থান নিয়েছেন বিএনপির হাইকমান্ড। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষুব্ধ নেতাদের সঙ্গে হঠাৎ যোগাযোগ করে মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে না পারলে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আর এই সুযোগে ‘খালি মাঠে’ দীর্ঘদিন ধরে দলে কোণঠাসা ও বঞ্চিত নেতাদের ‘এমপি হওয়া’র আশ্বাসও দিচ্ছেন কিংস পার্টির শীর্ষ নেতারা। এখন সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের সন্ধানে নেমেছে দল দুটি। এমনকি এমপি প্রার্থী হওয়ার মতো বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন বলেও দাবি করছেন তৃণমূল বিএনপির নেতারা।

বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ