স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেছেন, একটা ঘোর ঘনঘটা দেখছি নির্বাচন নিয়ে, সামনে বহু দুর্যোগ দেখতে পাচ্ছি, তবে আশা ছাড়িনি। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো নিকটে আসে। নির্বাচন ইস্যুতে রাজনৈতিকভাবে সুন্দর সমাধানের আশার দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে ড. তোফায়েল আহমেদ বলেন, সবার অংশগ্রহণের জন্য সংবিধানের পরিবর্তন করা যেতে পারে। একরাতে সংবিধান সংস্কার হয়ে গেছে। এ সংবিধানের অধীনে যে নির্বাচন করে ফেলবে এমনটি হয়তো হবে না। বিরোধী দলগুলো আগের অবস্থায় নেই, তাদের মিত্র সংখ্যা বেড়েছে, মাঠে লোক বেশি নামাচ্ছে, এসব বাইরের শক্তিগুলোকেও নাড়া দিচ্ছে। এসব নিয়ে সরকারের ওপর সামনে চাপ বাড়বে। সুষ্ঠু নির্বাচন না হলে নির্বাচনের পরে সংকট আরও বাড়বে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।বিস্তারিত