কণ্ঠশিল্পী থেকে অভিনয়ে

কণ্ঠশিল্পী থেকে অভিনয়ে

প্রখ্যাত কণ্ঠশিল্পী তাঁরা। গান গেয়ে দেশ-বিদেশে যথেষ্ট সুনামও কুড়িয়েছেন। গাইতে গাইতে একসময় শখের বশে হোক কিংবা ঘটনাচক্রে অভিনয় জগতে চলে আসেন তাঁরা। কেউ নিয়মিত কেউবা প্রথম ছবির পর আর  অভিনয় করেননি। এমন কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পীর কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

রুনা লায়লা

 

রুনা লায়লাকে বলা হয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী। তাঁর শিল্পী ইমেজকে সম্মান জানিয়ে ১৯৯৫ সালে চাষী নজরুল ইসলাম তাঁকে নিয়ে নির্মাণ করেন একটি রোমান্টিক থ্রিলার মুভি ‘শিল্পী’। রুনা লায়লার জীবন কাহিনি নিয়েই ছবিটি নির্মিত হয়। এরপর অবশ্য তাঁকে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি।

 

জাফর ইকবাল

ঢালিউডের অন্যতম স্টাইলিশ হিরো জাফর ইকবাল ছিলেন একজন সংগীতশিল্পী ও ভালো গিটার বাদক। খ্যাতিমান সংগীতশিল্পী আনোয়ার পারভেজ ও শাহনাজ রহমতুল্লাহর ছোট ভাই হিসেবে তিনি ছোটবেলা থেকেই সংগীতের অনুকূল পরিবেশে বড় হয়েছেন। এক দিন খান আতাউর রহমানের নজর কাড়েন তিনি। ১৯৬৯ সালে খান আতার ‘আপন পর’ সিনেমায় নায়ক হিসেবে ঢালিউডে অভিষেক হয়। অভিনেতা হিসেবেও তিনি ছিলেন বেশ জনপ্রিয়।  বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ